গ্রাহকদের আরও সুন্দর পরিসরে সেবা দিতে চায় দেশের প্রধান পুজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। এরই লক্ষ্যে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমস (ওএমএস) চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
সোমবার (২৪শে মার্চ) মতিঝিল বিএসসি টাওয়ারে অবস্থিত ব্যাংকটির বোর্ড রুমে এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং কোয়ান্ট ফিনটেক লিমিটেডের মধ্যে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি অনুযায়ী, এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড গ্রাহকদের ডিএসই লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধার্থে কিউ-ট্রেডার অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম প্রদান করবে। এরফলে এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড গ্রাহকরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশগ্রহণ করতে পারবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক এস এম নাসির উদ্দিন এবং কোয়ান্ট ফিনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাবেদ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডর পরিচালক মো. হাবিবুর রহমাম, মো. নাজিমউদ্দৌলা, মো. মোকাদ্দেস আলী এফসিএস। আরও উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভূঁইয়া এবং এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা মো. লুৎফুর রহমান ও হেড অব অপারেশন মো. শাফায়েত আহমেদ সিদ্দিক এবং কোয়ান্ট ফিনটেকের প্রধান আর্থিক কর্মকর্তা মো.মনিরুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি সনামধন্য ব্রোকারেজ হাউজ। অপরদিকে কোয়ান্ট ফিনটেক লিমিটেডের ‘কিউ-ট্রেডার’ বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরীকৃত বিশ্বমানের প্রথম ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম)।
এসএম