ক্যাটাগরি: জাতীয়

২৭ মিনিট আটকা মেট্রোরেল, যাত্রীদের ভোগান্তি

যান্ত্রিক ত্রুটির কারণে ২৭ মিনিট আটকা ছিল ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সোমবার (২৪ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র এ তথ্য জানায়।

সূত্র জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেলের একটি ট্রেন আটকে যায়। স্বয়ংক্রিয় সিস্টেম হওয়ায় এ ট্রেনের পেছনে থাকা অন্য ট্রেনগুলোও স্ব-স্ব স্থানে আটকে যায়।

জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ৪টা ৭ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে ৪টা ৮ মিনিট থেকে আবার মেট্রোরেল চলাচল শুরু হয়। তবে ঠিক কী কারণে যান্ত্রিক ত্রুটি হয়েছিল তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।

বিকেল ৪টার দিকে দেখা যায়, কারওয়ান বাজার স্টেশনে যাত্রী নিয়ে দাঁড়িয়ে আছে মতিঝিলগামী ট্রেন। ভেতরে যাত্রীরা গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন। যে কোনো সময় ট্রেন ছেড়ে দিতে পারে, এ আতঙ্কে কেউ নামছেন না। তবে বিকেল ৪টা ৮ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বলে স্টেশনের মাইকে প্রচার করা হয়।

শেয়ার করুন:-
FacebookFacebookXXWhatsappWhatsappFacebook MessengerFacebook MessengerTelegramTelegram
AddThis Website Tools
শেয়ার