আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সংগঠন ওরিয়র্স অব জুলাই। এই দাবি ৪৮ ঘণ্টার মধ্যে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। এ সময় সারাদেশ থেকে ঢাকা অবরোধের ডাক দেন তারা।
শনিবার (২২ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তারা এই আল্টিমেটাম দেন।
আহতরা বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে ঘোষণা অথবা সিদ্ধান্ত আসতে হবে। এই সময়ের মধ্যে কোনো প্রতিশ্রুতি না এলে ৪৮ ঘণ্টা পর সারা দেশ থেকে আহত ও শহীদ পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান করবে। যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হবে শহীদ মিনারে তাদের সেই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।
প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টাসহ সব উপদেষ্টার অবস্থান স্পষ্ট করতে হবে।
কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে তাহলে তাদের গদি থাকবে না মন্তব্য করে আহতরা বলেন, কোনো রাজনৈতিক দল যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে তাদেরকেও আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে।
সেনাবাহিনী ও অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে আহতরা বলেন, বেঁচে থেকেও অর্ধমৃতের মতো জীবনযাপন করছি। দেশের প্রয়োজনে বাকি জীবনটুকু উৎসর্গ করতে প্রস্তুত।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে অবস্থান নেন জুলাই যোদ্ধারা।
কাফি