ক্যাটাগরি: সারাদেশ

টাঙ্গাইলে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে টাঙ্গাইলের কালিহাতি বল্লা বাজার থেকে ১০০ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে ডিবি।

বৃহস্পতিবার (২০ মার্চ) ডিবি (দক্ষিণ), টাঙ্গাইলের একটি চৌকস টিম গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন- কালিহাতির মধুপুর থানার পন্ডুরা গ্রামের মৃত নাজিমুদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী মধুপুর পৌরসভার যুবলীগের সদস্য মো. শফিকুল ইসলাম (৪০) এবং কালিহাতি থানার মৃত আমিনের ছেলে মো. রাসেল।

জানা গেছে, বল্লা সাকিনস্থ শফিকুল ইসলামের পশ্চিম দুয়ারী চৌচালা টিনের বসত ঘরের উঠানে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের জন্য অবস্থান করছিলো। ডিবির টিমটি সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে। ধৃত আসামী মো. শফিকুল ইসলামের হেফাজত হতে ১০০ গ্রাম হেরোইন, যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এ বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কালিহাতি থানায় ২১ মার্চ মামলা নং-১৯, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণির ৮(গ)/৪১ রুজু করা হয়।

মাদক ব্যবসায়ী মধুপুর পৌরসভার যুবলীগের সদস্য মো. শফিকুল ইসলাম মধুপুর পৌরসভার বেশকিছু ছাত্রলীগের নেতাদের সহযোগিতায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গত ০৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের পূর্বের ছাত্র জনতার উপর প্রত্যক্ষভাবে তার দলবল সহকারে আক্রমণ করে। সে সংক্রান্তে তার বিরুদ্ধে মধপুর থানায় মামলা তদন্তধীন রয়েছে। ছাত্র জনতার বিজয়ের পর উত্তেজিত ছাত্রজনতা তার বাড়িঘর ভাঙচুর করলে সে পলাতক হয়ে কালিহাতি থানার বল্লা এলাকায় বাসবাস করে মাদক ব্যবসা করে আসতেছিলো। আসামীর বিরুদ্ধে নিম্নলিখিত অস্ত্র, মাদক ও মারামারি মামলা গুলো থানায় তদন্তাধীন এবং বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তার বিরদ্ধে একাধিক মামলা রয়েছে।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার