ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং বিশ্বখ্যাত পেমেন্ট নেটওয়ার্ক ভিসা সম্প্রতি একটি যুগান্তকারী চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে ইউসিবি আগামী পাঁচ বছরে ৪.১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৫০ কোটি টাকা) পাবে, যা ইউসিবির ইতিহাসে পেমেন্ট স্কিমের ক্ষেত্রে অন্যতম বৃহৎ চুক্তি হিসেবে বিবেচিত। এই অংশীদারত্ব ইউসিবির উদ্ভাবনী অগ্রযাত্রা এবং ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
এই চুক্তির অধীনে, ইউসিবি নির্ধারিত শর্তাবলি পূরণ করলে ভিসা সাতটি ক্যাটাগরিতে আর্থিক প্রণোদনা প্রদান করবে। ইউসিবি যদি দেশীয় ও আন্তর্জাতিক লেনদেনের পরিমাণ বৃদ্ধি করতে সক্ষম হয়, তবে এই প্রণোদনার পরিমাণ আরও বৃদ্ধি পাবে। এই চুক্তি ইউসিবিকে বাংলাদেশের শীর্ষস্থানীয় ডিজিটাল পেমেন্ট প্রদানকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে এবং গ্রাহকদের জন্য আরও উন্নত ও নিরাপদ পেমেন্ট সমাধান নিশ্চিত করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিবির পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশিদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান ও আবুল আলম ফেরদৌস, এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন। ভিসা-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার (নেপাল, ভুটান ও বাংলাদেশ) সাব্বির আহমেদ।
চুক্তিতে স্বাক্ষর করেন ইউসিবির রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিকুর রহমান এবং ভিসা-র কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ।
ইউসিবি-র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশিদ বলেন, “এই চুক্তি ইউসিবির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা এই অংশীদারত্বকে কাজে লাগিয়ে দেশের আর্থিক খাতের ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে অঙ্গীকারাবদ্ধ।”
ভিসা-র কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, “এই চুক্তি ইউসিবির পেমেন্ট সেবাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমরা ইউসিবির সঙ্গে এই অংশীদারত্বে গর্বিত এবং ভবিষ্যতে আরও উদ্ভাবনী উদ্যোগ নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”