নতুন পোশাকে ঈদের আনন্দ, পথশিশুদের মাঝে ইবি সিআরসির উপহার

প্রতিবছরের ন্যায় এবারও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি) -এর উদ্যোগে পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ সময় ২৯ জন শিশুদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের (টিএসসিসি) করিডরে “থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত” স্লোগানকে সামনে নিয়ে ঈদ উপহার বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিআরসি’র সভাপতি এমদাদুল হকের নেতৃত্বে সাধারণ সম্পাদক মশিউর রহমান, স্কুল পরিচালক সাইফুল ইসলাম আলিফ, প্রচার সম্পাদক সাইফুন্নাহার লাকী, দাতা শাহীন আলম সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপহার পেয়ে শিশুরা বলেন, সিআরসিকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমাদেরকে পড়াশোনা করায়, কাপড় উপহার দেয়, ইফতার করিয়েছে আজ আমাদের ইদের উপহার দিয়েছে। উপহার পেয়ে খুব ভালো লাগছে।

কর্মসূচিতে প্রচার সম্পাদক সাইফুন্নাহার লাকী বলেন, এমন ছোট ছোট ভালোবাসা বিলিয়ে দিয়ে ওদের মুখের হাসি মুঠো ভরে জমা করি। আমরা যখন শিশুদের সাথে সময় কাটাই জীবনের একটা সেরা সময় উপভোগ করি। ওদের সরল সাবলীল নির্ভেজাল হাসি বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা দেয়। আর ওদের হাসির মাধ্যম হয়ে উঠতে চেষ্টা করি।

উপহার বিতরণী অনুষ্ঠানে দাতা সদস্য শাহীন আলম বলেন, “বাচ্চারা ভাগ্যবান নাকি আমরা ভাগ্যবান এটা একটা জটিল বিষয়। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এমন নিবিড় নার্সিং কখনো পাইনি। আমাদের সংগঠনের উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব হয়েছে অবিভাবকদের আন্তরিকতা এবং স্বদিচ্ছার কারণে। এসকল শিশু যখন বড় হবে তখন আমাদের সংগঠনের মতো তারাও এরকম সুন্দর মন মানসিক চর্চা করবে এবং একে অপরের সহযোগিতায় এগিয়ে আসবে। কারণ শিশুকাল থেকেই তাদেরকে ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ বিনির্মানের কারিগর হিসেবে নার্সিং করা হচ্ছে। এটা আসলে ঈদ বস্ত্র বিতরণ না এটা আসলে আমাদের ভালোবাসা বিতরণ।” সংগঠন এবং সিআরসি পরিচালিত স্কুলের উদ্দেশ্য বাস্তবায়নে অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

সংগঠনের সভাপতি ইমদাদুল হক বলেন, আমাদের সংগঠনের সদস্যদের থেকে ১২০০০ টাকা সংগ্রহ করেছি। আজকে আমরা ২৯ জনকে ইদ বস্ত্র বিতরণ করেছি। এটা সাধারণত আমরা আমাদের সিআরসি স্কুলের বাচ্চাদের দিয়ে থাকি যাদের ফাইন্যানসিয়াল অবস্থা অনেক খারাপ। এটাকে আরো দীর্ঘায়িত করে কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরের পথশিশুর মাঝে বিতরণ করতে চাই।

উল্লেখ্য, কাম ফর রোড চাইল্ড (সিআরসি)- ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ২০১৬ সাল থেকে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে চলেছে। বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি সিআরসি- ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটা বড় কাজ হলো সিআরসি’র স্কুল পরিচালনা করা। যেখানে ২৫ জন শিক্ষক যারা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিনিয়ত সপ্তাহে ৫ দিন ক্লাস নিয়ে যাচ্ছে।

অর্থসংবাদ/সাকিব/কাফি

শেয়ার করুন:-
শেয়ার