বিশ্বের ৮ কোটি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

বিশ্বের ৮ কোটি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
করোনার মধ্যে মানবিকতার আহ্বান সত্ত্বেও সহিংসতা ও নির্যাতনে বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে বিশ্বের রেকর্ডসংখ্যক মানুষ। ২০১৯ সাল পর্যন্ত ৭ কোটি ৯৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যা বিশ্বের মোট জনসংখ্যার এক শতাংশের বেশি। এ ছাড়া শরণার্থী হিসেবে জীবনযাপন করছেন প্রায় তিন কোটি মানুষ। আজ বুধবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এ তথ্য জানিয়েছে।

ইউএনএইচসিআর জানায়, তাদের পরিসংখ্যানে দেখা গেছে, ২০২০ সালে নতুন করে অনেক মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ফলে এই সংখ্যা ৮ কোটি ছাড়িয়ে গেছে। এ বছরের প্রথমে সিরিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, মোজাম্বিক, সোমালিয়া এবং ইয়েমেনে নতুন করে মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়া আফ্রিকার মধ্য অঞ্চলে ধর্ষণ ও নির্যাতনের কারণে নতুন করে আরো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংস্থাটি।

ইউএনএইচসিআর-এর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি এক বিবৃতিতে বলেন, গত দশকে বাবাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে দ্বিগুণ হলেও আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সুরক্ষা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। আমরা এখন আরো একটি লজ্জাজনক মাইলফলক অতিক্রম করছি। বিশ্বে যুদ্ধ বন্ধ না করা অবধি এই সংখ্যাটা বাড়তেই থাকবে। সূত্র: আলজাজিরা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া