ক্যাটাগরি: সারাদেশ

ছাত্রদলের কেন্দ্রীয় কুরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কুরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) পবিত্র আসর নামাজের পর আলোচনা সভার মাধ্যমে শুরু হয় ছাত্রদলের কেন্দ্রীয় কুরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল।

চাঁদপুরের কচুয়ায় চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এ মহতী অনুষ্ঠানে প্রায় ৬০০ ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিযোগীরা তাদের কুরআন তেলাওয়াতের মাধুর্য ও দক্ষতা প্রদর্শন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর কচুয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা বিএনপি সমন্বয়ক শাহজালাল প্রধান। এতে বিশেষ অতিথি ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সারফিন হোসেন ও মাহবুব আলম মৃধা।

অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরওয়ার হোসেন মাহিন, কচুয়া থানা ছাত্রদল সভাপতি ইসমাইল প্রধান আবেগ, ওলামা দল কচুয়া মাওলানা মো. শাহজালাল, কচুয়া ৯নং ইউনিয়ন ছাত্রদলের সজিব খান অভি।

আলোচনার মূল বক্তব্যে বক্তারা বলেন, ইসলামী আদর্শ চর্চা ও কুরআনের শিক্ষার প্রসার ঘটানো সময়ের দাবি। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ইসলামী মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সচেষ্ট ছিল এবং থাকবে। দেশের বর্তমান পরিস্থিতিতে যুবসমাজকে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দোয়া ও ইফতার মাহফিল আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাওলানা মো. শাহজালাল। পরে উপস্থিত অতিথি ও মুসল্লিদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং উপস্থিত সকলেই আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। অংশগ্রহণকারীরা এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

শেয়ার করুন:-
শেয়ার