ক্যাটাগরি: সারাদেশ

দিরাইয়ে ট্রাকে তল্লাশিকালে দুই ডাকাত গ্রেফতার

সুনামগঞ্জের দিরাইয়ে সড়কে চেকপোস্টের দায়িত্বে থাকা মামুনুর রশিদ মামুন নামে এক পুলিশ সদস্যকে ডাকাতদল ট্রাকে করে তুলে নেয়ার চেষ্টা করেছিল। পরে টহলে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে ডাকাতের ট্রাকের পিছু ধাওয়া করে পুলিশ সদস্যকে উদ্ধার ও ডাকাতদলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে।

শান্তিগঞ্জ থানা পুলিশের সহায়তায় ডাকাতদলের ট্রাক গতিরোধ করে দুই ডাকাতকে গ্রেপ্তার ও অপহরণের শিকার পুলিশ কনস্টেবল মামুনুর রশিদ মামুনকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৯ মার্চ) রাত ১টার সময় শান্তিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ২ ডাকাত হলেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আলারপুর ইউনিয়নের ব্রাহ্মনগাঁও গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে শাহ আলম (৩০) ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের মল্লিকপুর গ্রামের আজিম আলীর ছেলে নুরুল আমিন (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দিরাই থেকে দ্রুত গতিতে একটি ট্রাক সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। ট্রাকের গতি সন্দেহজনক হওয়ায় পথে দিরাইয়ের শরিফপুর এলাকার চেকপোস্টে ট্রাকটিতে তল্লাশি করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় কনস্টেবল মামুনকে অপহরণ করে ট্রাকে তুলে নিয়ে যাচ্ছিল ডাকাতরা।

তখন বিষয়টি অন্য পুলিশ সদস্যদের নজরে এলে ট্রাকটিকে তারা ধাওয়া করেন এবং শান্তিগঞ্জ থানা পুলিশকে জানান। এক পর্যায়ে ডাকাতরা পুলিশ সদস্যকে নিয়ে সিলেটের দিকে যাওয়া চেষ্টা করে। পথে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট থেকে আসা একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। প্রাইভেট কারটি পাশের পুকুরে পড়ে যায়। তবে কারে থাকা দুই যাত্রী রক্ষা পান।

এসময় পুলিশ সদস্যরা অপহরণের শিকার কনস্টেবল মামুনকে উদ্ধার করার পাশাপাশি ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করেন। ডাকাতদলের ট্রাক থেকে দেশীয় কিছু অস্ত্র উদ্ধার করে পুলিশ।

তবে, খবর পেয়ে স্থানীয় লোকজন এসে ডাকাতদের গণধোলাই দেন। গণধোলাইয়ে ডাকাতদলের ২ সদস্য আহত হন। আহত দুই ডাকাতকে রাতেই সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা যায়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আমাদের পুলিশ সদস্য মামুন সুস্থ আছেন। ডাকাতদলের ২ সদস্যকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার