ক্যাটাগরি: সারাদেশ

আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমরান সরকার

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জের আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠিত হয়েছে।

আজ ১৮ মার্চ (মঙ্গলবার) এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ ইমরান সরকার সভাপতি নির্বাচিত হয়েছেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওছার আহমেদ। নতুন ম্যানেজিং কমিটিতে অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আক্তার হোসেন আসামি। এছাড়াও শিক্ষক প্রতিনিধি সদস্য হয়েছেন মোহাম্মদ কেছমত আলী।

কমিটি গঠন উপলক্ষে উপস্থিত ছিলেন সখিপুর থানা বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম সরদার,যুগ্ম সাধারণ সম্পাদক মামুন সরকার,উত্তর তারাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান মাঝী, সাধারণ সম্পাদক শাহ আলম মাল, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন আসামি, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন জামায়াত নেতা ও সাবেক ম্যানেজিং কমিটি সদস্য কলিম উল্লাহ মাঝী, সাবেক ম্যানেজিং কমিটি সদস্য আব্দুস ছামাদ আসামি, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হোসেন সরকার, সখিপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নিয়াদ মাহমুদ সরদার, সিনিয়র সহ-সভাপতি জসিম মুন্সি, সখিপুর থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জিয়াউর রহমান টিপু মাঝী, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জহিরুল ইসলাম রোকন মাঝী, যুগ্ম আহ্বায়ক উসমান সরকার।

বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

শেয়ার করুন:-
শেয়ার