পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির দুই উদ্যোক্তা শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা এম মুহিবুর রহমান কোম্পানির ৫ লাখ ৯৩ হাজার ৬৭৫টি শেয়ার বিক্রয় করবেন।
অন্যদিকে, কোম্পানির আরেকজন উদ্যোক্তা আজম জে চৌধুরী আলোচিত পরিমান শেয়ার ক্রয় করবেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রচলিত বাজার মূল্যে (ব্লক মার্কেটে) এসব লেনদেন করবেন কোম্পানিটির এই দুই উদ্যোক্তা।
এসএম