কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘দোল পূর্ণিমা’ বা হোলি উৎসব পালিত হয়েছে। রমজান মাসের পবিত্রতার কথা মাথায় রেখে ও বিশ্ববিদ্যালয় বন্ধের কারণে স্বল্প পরিসরে তারা এ উৎসব পালন করেছেন। শুক্রবার (১৪ মার্চ) আবিরের রঙে রঙিন হয়ে উঠে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রাঙ্গণ।
এছাড়া দিনটি উদযাপন উপলক্ষে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অবস্থিত মন্দিরে ঘট স্থাপন’সহ পূজার কার্যাদি সম্পন্ন হয়। এসময় সনাতন ধর্মাবলম্বী প্রায় অর্ধ-শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এসময় একে-অপরে আবিরের রঙ মাখিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন তারা। এছাড়া উৎসব উপলক্ষে মন্দিরে পূজা অর্চনা, প্রসাদ বিতরণ ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় বলে জানা গেছে।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুর্য্য বলেন, আমরা রঙ এর মাধ্যমে বসন্তকে বরণ করে নেওয়ার চেষ্টা করেছি। স্বল্প পরিসরে যেহেতু-আমাদের বিশ্ববিদ্যালয়ে অনান্য শিক্ষার্থী নাই। সেজন্য স্বল্প পরিসরে আমরা পূজাটা সম্পূর্ণ করলাম আজকে। যথেষ্ঠ উৎসব মূখর পরিবেশে আছি। সবাই অনেক আনন্দ করে পূজা শেষ করলাম। ইসলামি বিশ্ববিদ্যালয়ে এমন পূজা চলুক, চলমান থাকুক। ছুটির জন্য, সবথেকে বড় ব্যাপার রমজান মাস এজন্য শিক্ষার্থী সংখ্যা কম। যেহেতু রমজান মাস, রমজান মাসের পবিত্রতার দিকেও লক্ষ্য রাখতে হয়েছে কারণ আমাদের ও যেমন ধর্ম পালন তাদেরও রমজান মাস একটা সম্মান দেওয়ার ব্যাপার। আরও আজকে জুম্মার দিন দুপুর বেলা নামাজের একটা ব্যাপার থাকে, সব মিলিয়ে, সবদিক খেয়াল করে স্বল্প পরিসরে পূজাটা করার চেষ্টা করেছি। তার থেকে বড় ব্যাপার, আমাদের শিক্ষার্থী সংখ্যা খুবই কম সবাই বাড়িতে এবং যারা আছি সবাই অংশ গ্রহন করেছি।
বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ রায় বলেন, আমরা আজ সারা দিনব্যাপী প্রার্থনা ও উৎসব আয়োজন করেছি। ক্যাম্পাস বন্ধ থাকায় অধিকাংশ শিক্ষার্থী বাড়িতে চলে গেছে। তবে ক্যাম্পাসে অবস্থিত সনাতন ধর্মাবলম্বী প্রায় সবাই এতে অংশগ্রহণ করেছেন। খুব সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এবছর যেহেতু রমজান মাস চলছে তাই আমরা একটু ছোট পরিসরে এবছরের উৎসব আয়োজন করেছি।
অর্থসংবাদ/সাকিব/এসএম