কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রশাসনিক দুই পদে নতুন নিয়োগ সম্পন্ন হয়েছে। এতে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে ড. ওয়ালিউর রহমান এবং গ্রন্থাগারিক পদে নিয়োগ পেয়েছেন খন্দকার আব্দুল মজিদ।
শনিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে এ নিয়োগ সংক্রান্ত তথ্য জনানো হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক সংক্রান্ত অফিস আদেশ সূত্রে, মো. আবুল কালাম আজাদ কে তাঁর পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) পদ থেকে ৫ মার্চ ২০২৫ তারিখ অপরাহ্ণ হতে অব্যাহতি দেয়া হলো। তিনি তাঁর মূল পদ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে যোগদান করবেন। অন্যদিকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার ড. মো. ওয়ালিউর রহমান কে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেয়া হলো।
এদিকে গ্রন্থাগারিক সংক্রান্ত অফিস আদেশে বলা হয়, মোছা: শাহনাজ বেগম কে তাঁর গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) পদ থেকে ৫ মার্চ ২০২৫ তারিখ অপরাহ্ণ হতে অব্যাহতি দেয়া হলো। তিনি তাঁর মূল পদ উপ- গ্রন্থাগারিক পদে যোগদান করবেন। অন্যদিকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার খন্দকার আব্দুল মজিদ কে গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেয়া হলো।
তারা উভয় বিধি মোতাবেক এই পদের সকল সুবিধা প্রাপ্ত হবেন।
উল্লেখ্য, গত ৪ মার্চ উপাচার্যের কার্যালয়ে ত্রিমুখী হট্টগোলের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। পরিবহন প্রশাসকের পদ থেকে পদত্যাগ করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মনজুরুল হক। পাশাপাশি প্রশাসনিক এ গুরুত্বপূর্ণ দুটি পদে নতুন মুখ যুক্ত হয়েছে।
কাফি