ক্যাটাগরি: সারাদেশ

রাজরাজেশ্বর প্রিমিয়ার লিগ: খেলার মাঠের সংকট

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে অনুষ্ঠিত রাজরাজেশ্বর প্রিমিয়ার লিগ (আরপিএল) ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেললেও, বর্তমানে মাঠ সংকট একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় যুবসমাজ মনে করে, খেলার জন্য একটি স্থায়ী মাঠের ব্যবস্থা করা এখন সময়ের দাবি।

স্থানীয় যুবকরা জানান, আরপিএ ঘিরে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করা হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত। বরং সবাইকে মিলে মাঠ সংকট সমাধানে এগিয়ে আসা উচিত। অনেকে ব্যক্তিগতভাবে হতাশা প্রকাশ করলেও তারা আশাবাদী যে দ্রুতই একটি সমাধান পাওয়া যাবে

ক্রীড়াপ্রেমী সজীব আহমেদ বলেন, ‘আমাদের ধৈর্য ধরতে হবে, কারণ মাঠ সংকটের দায় দায়িত্বশীলরা এড়িয়ে যেতে পারেন না। এটি শুধু খেলোয়াড়দের সমস্যা নয়, বরং গোটা এলাকার একটি বড় সংকট। প্রায় ১৫ বছর ধরে আমাদের এলাকায় মাঠ সংকটের কারণে কোনো বড় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন সম্ভব হয়নি। গত বছর সীমিত পরিসরে খেলা হলেও, এ বছর মাঠ সংকটের জন্য তা আর সম্ভব হচ্ছে না।’

স্থানীয় যুবসমাজ প্রশ্ন তুলেছেন, “আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ চাইলে কি আমাদের একটি স্থায়ী খেলার মাঠের ব্যবস্থা করে দিতে পারেন না?” তারা মনে করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি খেলার মাঠ গড়ে তোলা সম্ভব, যা তরুণদের জন্য সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করবে এবং মাদক ও নেশার ভয়াবহতা থেকে দূরে রাখবে।

বিশেষজ্ঞরা মনে করেন, খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও সামাজিক সম্প্রীতির শিক্ষা দেয়। একটি উপযুক্ত মাঠ থাকলে তরুণরা নিয়মিত ক্রীড়া চর্চা করতে পারবে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারবে।

স্থানীয় ক্রীড়াবিদ, সংগঠক ও তরুণরা চান, দ্রুত একটি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে মাঠ নির্মাণ করা হোক। তারা আশাবাদী, জনপ্রতিনিধি ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেবেন।

অর্থসংবাদ/কাফি

শেয়ার করুন:-
শেয়ার