বিদায়ী সপ্তাহে (২ মার্চ থেকে ৬ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে এস আলম কোল্ড রোল্ডের শেয়ারদর কমেছে ১৪ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটির শেয়ারের মূল্য কমেছে ৩ টাকা ৫০ পয়সা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের শেয়ারদর কমেছে ১৩ দশমিক ৪৯ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৫ টাকা ৪০ পয়সা।
আর তালিকায় তৃতীয় স্থানে থাকা তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারদর কমেছে ১৩ দশমিক ১৫ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৩ টাকা ৩০ পয়সা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- হামিদ ফেব্রিকস, মিডল্যান্ড ব্যাংক, রিজেন্ট টেক্সটাইলস, জুট স্পিনার্স, নিউ লাইন ক্লোথস, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান এবং ইয়াকিন পলিমার।