ক্যাটাগরি: অর্থনীতি

সেবা-কৃষি খাতে মজুরি কমেছে

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩২ শতাংশ। তবে এই সময়ে মজুরি হার হয়েছে ৮ দশমিক ১২ শতাংশ। যা গত মাসে ছিল ৮ দশমিক ১৬ শতাংশ। ফলে ব্যয়ের থেকে আয় কমেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া ফেব্রুয়ারি মাসের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে এমন চিত্র দেখা গেছে। মূল্যস্ফীতির সঙ্গে মজুরি সূচক না বাড়লে ভোক্তার ক্রয়ক্ষমতা কমে যায়।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কৃষিখাতে মজুরি হার কমে ৮ দশমিক ৩৪ শতাংশ হয়েছে, গত মাসে যা ছিল ৮ দশমিক ৪১ শতাংশ। একইভাবে ফেব্রুয়ারি মাসে সেবাখাতে মজুরি সূচক কমে ৮ দশমিক ৩৭ শতাংশ হয়েছে, গত মাসে যা ছিল ৮ দশমিক ৪৪ শতাংশ। অন্যদিকে শিল্পখাতে ফেব্রুয়ারি মাসে মজুরি সূচক ৭ দশমিক ৮০ শতাংশ হয়েছে, যা গত মাসে একই ছিল।

অন্যদিকে শহরের থেকে গ্রামে মূল্যস্ফীতির ঝাঁজ বেশি, যা ৯ দশমিক ৫১ শতাংশ। অথচ শহরে সাধারণ খাতে মূল্যস্ফীতির হার ৯ দশমিক ৩৪ শতাংশ। তবে গ্রাম ও শহরে গত মাসের থেকে মূল্যস্ফীতি কমেছে। শহরে জানুয়ারি মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৮৯ শতাংশ, অন্যদিকে গ্রামে ছিল ১০ দশমিক ১৮ শতাংশ।

শেয়ার করুন:-
শেয়ার