বাংলাদেশ ফাইন্যান্স কর্তৃক দায়েরকৃত চেক প্রতারণার মামলায় চট্টগ্রামের ব্যবসায়ী মাহমুদুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহমুদুল ইসলামের কাছে বাংলাদেশ ফাইন্যান্সের পাওনা প্রায় ৩২ কোটি টাকা যার পুরোটাই খেলাপী। তিনি একাধিক চেক প্রতারণা ও জালিয়াতির অভিযোগে অভিযুক্ত ছিলেন।
মাহমুদুল ইসলাম চৌধুরী একজন স্বীকৃত ঋণ খেলাপি, যার বিরুদ্ধে ব্যাংকিং ও আর্থিক খাতে প্রতারণার অভিযোগ রয়েছে। বাংলাদেশ ফাইন্যান্স তার বিরুদ্ধে চেক প্রতারণার মামলা করার পাশাপাশি ঋণখেলাপির অভিযোগে পৃথক মামলাও দায়ের করে। মামলার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা তাকে গ্রেফতারে অভিযান পরিচালনা করে এবং আজ তাকে গ্রেফতার করা হয়।
মাহমুদুল ইসলাম চট্টগ্রাম জেলার রাজনীতিবিদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম মেয়র ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য।
কাফি