এই রমজানে, আপনার প্রতিদিনের মুহূর্তগুলোকে আরও সুন্দর ও সহজ করতে আকর্ষণীয় সব অফার ও ডিসকাউন্ট নিয়ে পাঠাও নিয়ে এলো “পাঠাও-এর সাথে পূর্ণতা পাক মুহূর্তগুলো ক্যাম্পেইন”।
এই ক্যাম্পেইনে পাঠাও ফুড দিচ্ছে ১০% ছাড়, সর্বোচ্চ ১০০ টাকা (প্রোমো কোড: RAMADAN100), যাতে আপনি সহজে ইফতার ও সেহরি অর্ডার করতে পারেন। হালিম, জিলাপি, এবং জুসের জন্য বিশেষ সেকশন থাকবে, যেখানে আপনি আপনার প্রিয় খাবার খুব সহজে অর্ডার করতে পারবেন।
রমজানে যাতায়াত হবে আরও সহজ ও সাশ্রয়ী! যেকোনো প্রয়োজনে আরামদায়ক রাইডের জন্য পাঠাও কার-এ পেয়ে যাবেন ৪০% পর্যন্ত ডিসকাউন্ট। দ্রুত ও কম খরচে যাতায়াতের জন্য পাঠাও বাইক-এ পেয়ে যাবেন ২৫% পর্যন্ত ডিসকাউন্ট। আর পাঠাও পার্সেল দিয়ে এখন একসাথে ৩টি পর্যন্ত পার্সেলে প্রিয়জনদের কাছে ইফতার পাঠাতে পারবেন সহজেই!
ঈদের শপিংয়ে সেভ করুন আরও বেশি! পাঠাও পয়েন্টস দিচ্ছে এক্সাইটিং ডিসকাউন্টস ও ডিলস, ফেব্রিলাইফ, মোশন ভিউ, সারাহ রিসোর্ট ছাড়াও আরো অনেক জনপ্রিয় ব্র্যান্ডে পাচ্ছেন ৫০% পর্যন্ত ছাড়! তাহলে আর দেরি না করে, এই রমজানে পাঠাও-এ বেশি অর্ডার ও রিকোয়েস্ট করে পয়েন্টস বাড়ান আর অব্যবহৃত পয়েন্টসগুলো সহ ব্যবহার করে উপভোগ করুন দারুণ ডিসকাউন্টস!
রমজানে সেহরি ও ইফতারে আকর্ষণীয় ডিসকাউন্টে খাবার ডেলিভারি থেকে শুরু করে দ্রুত ও আরামদায়ক যাতায়াত সবকিছুর নিশ্চয়তা দিতে আপনার পাশে আছে পাঠাও।