ক্যাটাগরি: অন্যান্য

শিক্ষার্থীদের হেপাটাইটিস বি ভ্যাকসিন গ্রহণে ইউসিবির আর্থিক সহায়তা প্রদান

দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ও স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর যৌথ উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষ থেকে শুরু করে সকল শিক্ষার্থীর হেপাটাইটিস বি ভ্যাকসিন গ্রহণে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এই মহৎ উদ্যোগের অংশ হিসেবে গত বুধবার (৫ মার্চ) ইউসিবি প্রধান কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির সন্ধানীর পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নবজাতক শল্যচিকিৎসা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. আবদুল হানিফের (টাবলু) হাতে ১২ লক্ষ টাকার চেক তুলে দেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশের সব প্রান্ত থেকে সবচেয়ে বেশি রোগী ভর্তি হন। এজন্য সকল ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং শিক্ষার্থীদের ‘হেপাটাইটিস বি’-এর মতো মারাত্মক অসুখ সংক্রমণের আশঙ্কা থাকে। যেহেতু এখন ভ্যাকসিন পাওয়া যায়, তাই এটি গ্রহণ করে সুরক্ষিত থাকা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষার বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই উদ্যোগের মাধ্যমে আমরা তাদের পাশে থাকতে পেরে গর্বিত।

প্রফেসর ড. আবদুল হানিফ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং চেয়ারম্যান শরীফ জহিরকে এই সুরক্ষা প্রদানের জন্য সন্ধানীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, এই উদ্যোগটি আমাদের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করবে। আমরা খুব শীঘ্রই মেডিকেল কলেজে এই ভ্যাকসিন প্রদানের কার্যক্রম শুরু করতে যাচ্ছি।

শেয়ার করুন:-
শেয়ার