সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ প্রতিষ্ঠানের মধ্যে ১৩৯টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০৬ মার্চ) ডিএসইতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল। শেয়রটির দর ৬ দশমিক ৫১ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা প্রাইম টেক্সটাইলের শেয়ারদর বেড়েছে ৫ দশমিক ০২ শতাংশ।
এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- পাওয়ার গ্রীড, আল আরাফাহ ইসলামী ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ, তিতাস গ্যাস, বাটা সু, খান ব্রাদার্স এবং ওয়াটা কেমিক্যালস লিমিটেড।
এসএম