সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে দর কমেছে ১৮৪টি কোম্পানির। এর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০৫ মার্চ) কোম্পানিটির শেয়ারদর আগেরর দিনের তুলনায় কমেছে ৪ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ২৮ শতাংশ। এতে দর পতনের শীর্ষে ওঠেছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রতনপুর স্টিলের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৮ দশমিক ৮২ শতাংশ। আর ৭ দশমিক ৭৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে নিউ লাইন ক্লোথিংস।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আরামিট সিমেন্ট, জুট স্পিনিং, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, এইচ.আর টেক্সটাইল, প্রাইম টেক্সটাইল, শাইনপুকুর সিরামিক এবং রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড।
এসএম