ক্যাটাগরি: পুঁজিবাজার

ফের টানা দরপতনের বৃত্তে পুঁজিবাজার

ফের টানা দরপতনের বৃত্তে আটকে গেছে দেশের পুঁজিবাজার। টানা পাঁচ কার্যদিবস পতনের পর আজ মঙ্গলবারও কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অধিকাংশ শেয়ারদর ও সবকয়টি সূচক। সেই সঙ্গে কমেছে টাকার অংকে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (০৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৬ দশমিক ৫৫ পয়েন্ট কমেছে। সূচকটি আজ বাজার শেষে ৫ হাজার ১৯৪ পয়েন্টে দাড়িয়েছে।

এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএস৩০ সূচক ৪ দশমিক ০৭ পয়েন্ট কমেছে। আর ডিএসইর শরীয়াহ্ সূচক ৮ দশমিক ৯৪ পয়েন্ট কমেছে।

ডিএসইতে আজ মোট ৩৩৮ কোটি ৫৬ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮১ কোটি ৭৪ লাখ টাকা।

এদিন দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৯৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৬৫ কোম্পানির। বাকি ২৬৭ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার