ক্যাটাগরি: জাতীয়

নারী-পুরুষ সবার জন্যই প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) নারী-পুরুষ সবাইকে প্রকাশ্যে ধূমপান না করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, নারী-পুরুষ সবার জন্যেই প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ। এটি একটি অপরাধ।

রবিবার বিকেলে রাজধানীর মিরপুর ১৪ নম্বরে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ‘পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট’ পুলিশ লাইন্সের বিভিন্ন মেসের ক্যান্টিন ও রান্নাঘর ঘুরে দেখেন। সংশ্লিষ্টদের সঙ্গে খাবারের মান নিয়ে কথা বলেন।

মোহাম্মদপুরে দুই নারীর ওপর হামলার ঘটনা ও দেশজুড়ে চলা মবের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই নারীর ওপর হামলার ঘটনায় আমি যতটুকু জেনেছি তারা দুজনে সিগারেট খাচ্ছিলেন। স্থানীয় কিছু লোক নামাজে যাওয়ার সময়ে তাদের বাধা দেন। তাদের ওপর চা ছুড়ে মারা হয়েছে।

তিনি বলেন, আপনারা জানেন নারী-পুরুষ সবার জন্যেই প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ। এটা কিন্তু অপরাধ। এটা সবাই মেনে চলবেন। সবাইকে অনুরোধ করব বাইরে যেন কেউ সিগারেট খাবেন না। এখন রোজায় সবাইকে সংযমী হতে হবে। আমাদের ধর্ম উপদেষ্টা সবাইকে অনুরোধ করেছেন কেউ যেন বাইরে খাবার না খান। এটা রোজাদারদের জন্য সম্মান দেখানো।

আরেক প্রশ্নে ব্যবসায়ীদের জিনিসপত্রের দাম না বাড়ানোর অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, যেন জিনিসপত্রের দাম না বাড়ায়। অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে জিনিসপত্রের দাম কমিয়ে দেয়। আমাদের দেশে উল্টো সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয়।

উল্লেখ্য, জনপরিসরে ধূমপান রোধে ২০০৫ সালে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন’ করা হয়। পরবর্তীকালে আইনটিতে কিছু সংশোধন আনা হয়। এ আইন অনুযায়ী পাবলিক প্লেসে ও পাবলিক পরিবহনে ধূমপান নিষেধ। কেউ এই আইনের লঙ্ঘন করলে ৩০০ টাকা অর্থদণ্ড হবে। আর দ্বিতীয়বার একই অপরাধ করলে দ্বিগুণ অর্থদণ্ড হবে।

এই আইনের ২ এর ‘চ’ ধারায় ‘পাবলিক প্লেস’ বলতে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, আধা-সরকারি অফিস, স্বায়ত্তশাসিত অফিস ও বেসরকারি অফিস, গ্রন্থাগার, লিফট, আচ্ছাদিত কর্মক্ষেত্র হাসপাতাল ও ক্লিনিক ভবন, আদালত ভবন, বিমানবন্দর ভবন, সমুদ্রবন্দর ভবন, নৌ-বন্দর ভবন, রেলওয়ে স্টেশন ভবন, বাস টার্নিমাল ভবন, প্রেক্ষাগৃহ, প্রদর্শনী কেন্দ্র, থিয়েটার হল, বিপণী ভবন, চতুর্দিকে দেয়াল দ্বারা আবদ্ধ রেস্টুরেন্ট, পাবলিক টয়লেট, শিশুপার্ক, মেলা বা পাবলিক পরিবহনে আরোহণের জন্য যাত্রীদের অপেক্ষার জন্য নির্দিষ্ট সারি, জনসাধারণ কর্তৃক সম্মিলিতভাবে ব্যবহার্য অন্য কোনো স্থান অথবা সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, সময় সময় ঘোষিত অন্য যেকোনো বা সব স্থান বোঝানো হয়েছে।

শেয়ার করুন:-
শেয়ার