পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য র্যালি করেছে সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বর্ণাঢ্য র্যালি আরম্ভ হয়। পরবর্তীতে র্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মসজিদের সামনে সমবেত হন তারা।
র্যালিতে শিক্ষার্থীরা ‘আহলান সাহলান, মাহে রমজান; রজমানের পবিত্র, রক্ষা কর, করতে হবে; আল কুরআনের আলো, ঘরে ঘরে জ্বালো; নারায়ে তাকবির, আল্লাহ হু আকবর; বিশ্বের মুসলিম, এক হও; অশ্লীলতা বেহায়াপনা বন্ধ কর, করতে হবে; দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, কমাতে হবে; বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার; বিশ্ব নবীর অপমান, সইবে না মুসলমান’ ইত্যাদি স্লোগান দেন তারা।
বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, ইসলামী ছাত্রশিবির ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন রাহাত, সাবেক ছাত্রশিবির সভাপতি মুসা, আল হাদিস বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান সহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।
এসময় ইসমাইল হোসাইন রাহাত বলেন, সেহরি এবং ইফতারের পর উন্নত খাবার পরিবেশন করতে হবে। সনাতনী ভাইদের জন্য দিনের বেলা উন্নত খাবার পরিবেশন করতে হবে যেন তাদের কষ্ট না হয়।
এসময় ইবি শাখার সাবেক শিবির সভাপতি আবু মুসা বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণে রমজানে গড়ে উঠা যেকোনো সিন্ডিকেট ভেঙে দিতে হবে। কুরআন নাজিলের মাসে কুরআন প্রতিষ্ঠায় ইবি সারাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং রমজান বা অন্য যেকোনো মাসে বেহায়াপনা বন্ধ করতে হবে।
এসময় ইবি শাখার শিবির সভাপতি মাহমুদুল হাসান বলেন, রমজান শুধু উপবাস থাকার জন্য নয়, এটা আমাদের শিক্ষার মাস, রমজানের শিক্ষা সারাবছর জীবনে পালন করতে হবে। রমজানে শয়তান শৃঙ্খলাবদ্ধ হয় কিন্তু মানুষ্য শয়তানী বন্ধ করতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল সেটা বাস্তবায়ন করার জন্য রমজান মাস মোক্ষম সময়।
অর্থসংবাদ/সাকিব/এসএম