ক্যাটাগরি: কর্পোরেট সংবাদ

ইসলামী ব্যাংকের কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ কর্মশালা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নারায়নগঞ্জ শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ফেব্রুয়ারি) চাষাড়াস্থ বাঁধন কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল ইনভেস্টমেন্ট উইং প্রধান আবু সাঈদ মো. ইদ্রিস।

২৬০ জন কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধানদের নিয়ে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন নারায়নগঞ্জ শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোহাম্মদ সানাউল্লাহ। এতে মূল আলোচক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন নারায়নগঞ্জ সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা রুপালী খাতুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোন প্রধান মো. মিজানুর রহমান ভূঁইয়া। উপস্থিত ছিলেন নিতাইগঞ্জ শাখার সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. নাজিম উদ্দিন এবং প্রধান কার্যালয় ও জোনাল অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধানগণ বক্তব্য রাখেন।

এসময় প্রধান অতিথি এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং প্রশিক্ষণ কর্মসূচীকে ভবিষ্যতে আরো বিস্তৃত করার আহ্বান জানান।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার