সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯ প্রতিষ্ঠানের মধ্যে ১৯৩টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি ল্যাম্পস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১০ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এইচ আর টেক্সটাইলের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৩০ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে থাকা স্টাইলক্রাফটের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড, হামিদ ফেব্রিক্স, ইউসিবি, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, হাক্কানি পাল্প এবং দেশ গার্মেন্টস লিমিটেড।