নির্বাচন কমিশনের (ইসি) তিন কর্মকর্তাকে প্রশিক্ষণ দিতে শ্রীলঙ্কা নিচ্ছে কমনওয়েলথ। এই তিন কর্মকর্তা শ্রীলঙ্কায় পাঁচদিন প্রশিক্ষণ নেবেন।
ইতোমধ্যেই ইসির মানবসম্পদ ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. মাজহারুল ইসলামের জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।
এতে বলা হয়েছে, পাঁচদিন ব্যাপী ওই প্রশিক্ষণ কর্মসূচি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে। আগামী ৫ থেকে ৯ মের ওই কর্মসূচিতে ইসির যুগ্ম সচিব ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে। ইসির এই প্রতিনিধি দল আগামী ২ থেকে ১১ মে দেশটিতে অবস্থান করবে। এতে যাওয়ার আসার উড়োজাহাজ ভাড়া দেবে শ্রীলঙ্কা এবং অন্যান্য ব্যয় বহন করবে কমনওয়েলথ সচিবালয়।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে অতীতেও বিভিন্ন সময় বিভিন্ন দেশ ও সংস্থার প্রশিক্ষণ নিয়েছে নির্বাচন কমিশন। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও সে ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানা গেছে।