আগামী ২ মার্চ সপ্তম জাতীয় ভোটার দিবস উদযাপন করবে নির্বাচন কমিশন (ইসি)। দিবসটি উপলক্ষে পুলিশের কাছে সার্বিক নিরাপত্তা চাওয়ার পাশাপাশি ওইদিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিসেবা নিশ্চিত করতে ডেসকোকে অনুরোধ করেছে কমিশন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ইসির নির্বাচন সহায়তা-২ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী চিঠিগুলো পাঠিয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনারকে (পশ্চিম) পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২ মার্চ সপ্তম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে নির্বাচন কমিশন সকাল সোয়া ৯টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে দিবসটির শুভ উদ্বোধন করবে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিবসহ সব কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকবেন।
উদ্বোধন অনুষ্ঠানের পর সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য র্যালি বের করা হবে। এরপর বেলা ১১টায় নির্বাচন ভবনের বেজমেন্টে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এসময় সার্বিক নিরাপত্তা বিধান এবং ট্রাফিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে কমিশন।
এদিকে, দিবসটি উপলক্ষে নিরবচ্ছিন বিদ্যুৎ সঞ্চালনের জন্য ডেসকোর (ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড) সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভাগের নির্বাহী প্রকৌশলীকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে আগামী ১ থেকে ৩ মার্চ নির্বাচন ভবন ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে নানা আয়োজন রাখা হয়েছে। এজন্য নির্বাচন ভবন ও ইটিআই ভবনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।