সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৬ ফেব্রুয়ারি) আইএফআইসির ১৪ কোটি ৫১ লাখ ২১ হাজার টাকা লেনদেন হয়েছে। ফলে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফু ওয়াং ফুড লিমিটেড ১২ কোটি ৫৩ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ১ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- রিলাইন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলাইন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস ক্রিম পিএলসি, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, সাইনপুকুর সিরামিকস লিমিটেড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড এবং বিচ হ্যাচারি লিমিটেড।
কাফি