ক্যাটাগরি: কর্পোরেট সংবাদ

ইবি ছাত্রদলের ক্লিন ক্যাম্পাস অভিযান

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই দিনব্যাপী ক্যাম্পাস পরিষ্কার অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইবি শাখা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে দ্বিতীয় তথা শেষ দিনের মতো ক্যাম্পাস পরিষ্কার অভিযান পরিচালনা করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির ইবি শাখার আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুনসহ বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, নিরাপদ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার। জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশে যে পরিবর্তন হয়েছে আমরা সে পরিবর্তনের অংশ। সেই পরিবর্তনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে। সাধারন শিক্ষার্থীদের কল্যানে যার যেটা প্রয়োজন আমরা সেটা করবো। আমরা তাদের পাশে আছি এবং ইনশাআল্লাহ থাকবো।

আজকে আমাদের কর্মসূচি ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি। দুইদিনব্যাপী এ কর্মসূচির আজকের শেষদিন ছিল। পরবর্তীতে আমরা ধাপে ধাপে আমাদের এ কার্যক্রমটি চালিয়ে যাবো। গতক্ল বিশ্ববিদ্যালয়ের বইমেলা শেষ হয়েছে। এখানে মেলার জায়গাটা বেশ অপরিচ্ছন্ন ছিল। তার প্রেক্ষাপটে আমরা আজ বইমেলার এলাকাসহ আশেপাশের দুই ফ্যাকাল্টি এবং বিবিএ ফ্যাকাল্টি এলাকাটা পরিষ্কার অভিযান পরিচালনা করেছি। পরবর্তীতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখা ক্যাম্পাসে পরিষ্কার অভিযান পরিচালনা করে।

অর্থসংবাদ/সাকিব/এসএম

শেয়ার করুন:-
শেয়ার