ইবিতে পিআরএম বিষয়ক অবহিতকরণ সভা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাধ্যমিক বিদ্যালয়সমূহের বার্ষিক তুলনামূলক ক্রম-উন্নতিভিত্তিক ফলপ্রকাশ পদ্ধতি (পিআরএম) বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ভবনের অর্থনীতি হল কক্ষে সেফ দ্য ভিলেজ উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।

এসময় অর্থনীতি বিভাগ সভাপতি সহযোগী অধ্যাপক ড. পার্থ সারথি লস্কর, অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ, অধ্যাপক ড. মোঃ আবু রায়হান, অধ্যাপক ড. মুহাম্মদ আরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক ফারহা তানজিম তিতলী, সরকারি অধ্যাপক মিথিলা তানজিল, সহকারী অধ্যাপক হুমায়ুন কবির’সহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও যুক্তরাজ্যের বাথ স্পা ইউনিভার্সিটি অধ্যাপক ড. আহমেদ খন্দকার ফরিদ উপস্থিত ছিলেন।

এছাড়া, মাধ্যমিক পর্যায়ের শিক্ষক মোট ১১ জন ও মাধ্যমিক পর্যায়ের (মাগুরা জেলা) ১০ স্কুলের মোট ১১৪ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।

এসময় অর্থনীতি বিভাগের মাস্টার্স (২২-২৩) শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইজাজ মাহমুদ অনিক বলেন, নিজের তুলনায় নিজেকে ছাপিয়ে যাবার যে অনন্য প্রণোদনা মাধ্যমিক শিক্ষা পর্যায়ে পিআরএম টিম সরবরাহ করছে তা নি:সন্দেহে প্রশংসার দাবীদার। এতে করে শিক্ষার্থীদের মনে যে উদ্দীপনার সঞ্চার হচ্ছে বা হবে তাদের অনাগত আগামীর সফলতায় তা সোপান হিসেবে কাজ করবে বলে আমি দৃঢ় বিশ্বাসী।

এসময় অধ্যাপক ড. আহমেদ খন্দকার ফরিদ বলেন, আকাশে ওড়ার স্বপ্ন মানুষের হাজার বছর ধরে। ব্যর্থ হচ্ছিলো। যখন বুঝলো, বিমানের ভেতর থেকে শক্তি দরকার, তখনই ভেতরে ইঞ্জিন প্রতিস্থাপন করলো। তখন মানুষ সাফল্য পেলো। আকাশে উড়তে শুরু করলো। আমরা আমাদের নতুন প্রজন্মের মধ্যে একটা করে ইঞ্জিন প্রতিস্থাপনের চেষ্টা করছি মাত্র। সেই ইঞ্জিনের নাম ‘প্রোগ্রেসিভ রেজাল্ট মেথড’। এই প্রচেষ্টা চলতেই থাকবে।

অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. পার্থ সারথি লষ্কর বলেন, সেভ দ্য ভিলেজ এর তত্বাবধানে অনুষ্ঠিতব্য পিআরএম মেথড শীর্ষক আজকের এ আলোচনা সভাটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে আমার মনে হয়। সভায় উপস্থিত অর্থনীতি বিভাগের সম্মানিত শিক্ষকদের উৎসাহ ও অনুপ্রেরণামূলক বক্তব্য ও দিক নির্দেশনা কোমলমতি ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ চলার পথ সুগম ও সাফল্যমন্ডিত করে তুলবে বলে আমি আশাবাদী। এ জাতীয় মহৎ প্রোগ্রামের অংশীদার হতে পেরে অর্থনীতি পরিবার গর্বিত।

শেয়ার করুন:-
শেয়ার