উৎকর্ষের পথে অভিযাত্রায় আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে রাজশাহীতে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ১৮১তম শাখা ‘কেশরহাট শাখার’ শুভ উদ্বোধন করেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম এবং বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীগণ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা ও গ্রাহকের আস্থায় সোশ্যাল ইসলামী ব্যাংক এখন ঘুরে দাঁড়িয়েছে। সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা করা হয়েছে। শরীআ’হ বোর্ড পুন:গঠন করা হয়েছে। ফলে জনগন সম্পূর্ণ শরীআ’হ ব্যাংকিং সেবা পাচ্ছে। তিনি বলেন শরী’আহভিত্তিক ব্যাংকিং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেনিপেশার মানুষের জন্য কল্যাণময়।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম বলেন, সংকট কাটিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক ইতিবাচক ধারায় ফিরে এসেছে। গণমানুষের ব্যাংক হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংক প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা নির্বিঘ্নে পৌঁছে দিচ্ছে। তিনি আশা করেন এ এলাকার জনগোষ্ঠী এই শাখা থেকে উপকৃত হবেন।
বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, এসআইবিএল একটি ভালো ব্যাংক হিসেবে সুপরিচিত ছিল। দেশের সার্বিক বিপর্যয়ে বিপদের মুখে পড়লেও বর্তমানে স্ব-মহিমায় ফিরে আসার চেষ্টা করছে। তিনি আরো বলেন, সব গ্রাহক যদি একসাথে টাকা তুলতে আসে তাহলে পৃথিবীর কোন ব্যাংকই টাকা দিতে পারবে না। বর্তমানে এসআইবিএল এ এসে কোন গ্রাহক খালি হাতে ফিরে যাচ্ছেন না। নতুন শাখা মানেই ব্যাংক নিজস্ব গতিতে ফিরছে গ্রাহকের ভালবাসা ও আস্থার জন্যই এটা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক ধারায় ফিরে এসেছে। বর্তমানে আমাদের সবধরনের বিল গ্রহণ, বিইএফটিএন, আরটিজিএস, ইন্টারনেট ব্যাংকিং সহ সবধরনের সেবা চালু রয়েছে। গ্রাহকের আস্থা ও সহযোগিতার ধারাবাহিকতায় এই এলাকায় একটি শাখা খোলা হল। এই এলাকার ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ এই শাখা থেকে ইসলামী ব্যাংকিং সেবা নেবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।
এসএম