ক্যাটাগরি: জাতীয়

মঙ্গলবার সেমিনার করবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ

“তরুণ প্রজন্মের সুরক্ষায় চলচ্চিত্র, নাটক এবং ওটিটি প্লাটফর্মে প্রদর্শিত কনটেন্টে ধূমপানের দৃশ্য নিয়ন্ত্রণে করণীয়” শীর্ষক সেমিনার করবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমানের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার (মানস) যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটির সেমিনার হলে আগামীকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে সেমিনারের আয়োজন করা হবে।

নোটিশে বলা হয়, জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাকজনিত ক্ষয়-ক্ষতি রোধে দেশে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ প্রণীত হয়েছে। বর্তমান ও ভবিষ্যত প্রজন্যের সুরক্ষায় চলচ্চিত্র, নাটক এবং ওয়েবসিরিজে ধূমপান, মদ্যপান ও বন্যপ্রানীর ব্যবহারের দৃশ্যসমূহ প্রচারের ক্ষেত্রে সতর্কতা ও রাষ্ট্রীয় আইন প্রতিপালনের প্রয়োজনীয়তা রয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আবদুল জলিল। মানসের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী সেমিনারে সভাপতিত্ব করবেন।

অর্থসংবাদ/কাফি

শেয়ার করুন:-
শেয়ার