ক্যাটাগরি: বীমা

বিআইএ’র নির্বাহী সদস্য হলেন এনআরবি ইসলামিকের আরিফ সিকদার

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক আরিফ সিকদার। ২০২৫-২৬ মেয়াদে দায়িত্ব পালন করবেন তিনি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিআইএ’র নির্বাহী কমিটির সদস্য নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। এই নির্বাচনে সংগঠনটির ৫৩ সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে নন-লাইফ খাতের বিজয়ী ১০ প্রার্থীর নাম ঘোষণা করে নির্বাচন বোর্ড। অপরদিকে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় লাইফ বীমা খাতে ১০ নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আরিফ সিকদার ক্ষুদ্রঋণ ভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক (ইডি)। এছাড়া এনআরবি কমার্শিয়াল ব্যাংক, আম্বালা আই‌টি, রেডিও বিক্রমপুর ৯৯.২ এফএম, স্বপ্নযাত্রাসহ তিনি বেশ কিছু প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।

এদিকে বিমা মালিকদের সংগঠন বিআইএ’র নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় পরিচালক আরিফ সিকদারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পরিবার। এক বার্তায় তাঁরা জানায়, তাঁর এই সাফল্যে পুরো পরিবার গর্বিত ও আনন্দিত।

শেয়ার করুন:-
শেয়ার