আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ২৩৭তম উপশাখা ‘খিলক্ষেত নামাপাড়া উপশাখার’ শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক আনোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীগণ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক আনোয়ার হোসেন বলেন, পতিত সরকারের দোসর হতে মুক্ত হয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক এখন ঘুরে দাঁড়িয়েছে। সর্বস্তরে প্রতিষ্ঠিত করা হয়েছে সুশাসন। গণমানুষের ব্যাংক হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংক সকল শ্রেণি পেশার মানুষের কাছে ব্যাংকিং সেবা নির্বিঘ্নে ও দ্রুত পৌঁছে দিতে সর্বদা সচেষ্ট। তিনি বলেন শরী’আহভিত্তিক ব্যাংকিং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কল্যাণময়।
সভাপতির বক্তব্যে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত বলেন, নতুন পরিচালনা পর্ষদের নের্তৃত্বে সোশ্যাল ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক ধারায় ফিরে এসেছে। এরই ধারাবাহিকতায় এই এলাকায় একটি উপশাখা খোলা হল। তিনি আশা করেন, এই এলাকার ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ এই উপশাখা থেকে ইসলামী ব্যাংকিং সেবা নেবেন।