রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষ্যে চারদিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে আজ ২২শে ফেব্রুয়ারি দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়ে গেলো “Multilingualism and Cultural Diversity” শীর্ষক আন্তর্জাতিক সেমিনার।
সেমিনারের আলোচনায় বক্তারা ভাষার নানাবিধ বহুভাষিকতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যময়তার নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। সেমিনার শেষে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সেমিনারটিতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব জনাব মোঃ জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউনেস্কো হেড অব ঢাকা অফিস সুজান ভাইজ এবং আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাষাবিজ্ঞানী ও যুক্তরাষ্ট্রের ডার্থমাউথ কলেজের অধ্যাপক ডেবিড পিটারসন।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সুযোগ্য পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আসাদুজ্জামান। উল্লেখ, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ইউনেস্কো ক্যাটেগরি-২ স্বীকৃতিপ্রাপ্ত ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি বিশেষায়িত ভাষা গবেষণা প্রতিষ্ঠান যা বাংলাদেশসহ বিশ্বের বিলুপ্ত ও মৃতপ্রায় ভাষাসমূহ সংরক্ষণ ও সংগ্রহের কাজ করে থাকে।