ক্যাটাগরি: পুঁজিবাজার

এস আলম কোল্ড রোল্ডের শেয়ারদর বেড়েছে ৫৭ শতাংশ

বিদায়ী সপ্তাহে (১৬ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৫৭ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৫ টাকা ২০ পয়সায়।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ৩১ দশমিক ৪৩ শতাংশ। আর ২৭ দশমিক ৮৩ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে সাইনপুকুর সিরামিকস লিমিটেড।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গ্লোবাল হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইনটেক লিমিটেড, ফু ওয়াং ফুডস, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ওয়া্স্টার্ন মেরিন, গোল্ডেন সন এবং সোনারগাঁও টেক্সটাইল।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার