ক্যাটাগরি: পুঁজিবাজার

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে গ্রামীণফোন

বিদেয়ী সপ্তাহে (১৬ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মাঝে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড় ১৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ১১ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ১৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৬০ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা সান লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৭৫ শতাংশ।

এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো মিডল্যান্ড ব্যাংক, বিচ হ্যাচারি, ব্রিটিশ আমেরিকান টোবাক, ব্র্যাক ব্যাংক, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস ক্রিম এবং রংপুর ডেইরি অ্যান্ড ফুডস।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার