সাধারণ বিমা কোম্পানির পর এবার ইসলামি বিমা কোম্পানিগুলোর জন্য সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ বাধ্যতামূলক করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
আইডিআরএর পরিচালক মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়। যা গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইসলামি বিমা কোম্পানিগুলোর কাছে পাঠানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, ইসলামী জীবন বিমা কোম্পানিগুলোকে সরকারি সিকিউরিটিজ ইসলামী বন্ড বা সুকুকে কমপক্ষে ৩০ শতাংশ বিনিয়োগ করতে হবে। অপরদিকে, ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত সাধারণ বিমা কোম্পানিগুলোর ক্ষেত্রে এ বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ।
আইডিআরএর তথ্য অনুসারে, বর্তমানে দেশের বেসরকারি খাতে ১৬টি ইসলামী বিমা কোম্পানি ব্যবসা করছে। এর মধ্যে ইসলামী জীবন বিমা কোম্পানির সংখ্যা ১২টি এবং ইসলামী সাধারণ বিমা কোম্পানির সংখ্যা চারটি। দেশে বিমা ব্যবসা করা ইসলামী চার সাধারণ বিমা কোম্পানির মধ্যে রয়েছে- ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স।
অপরদিকে, ইসলামী জীবন বিমা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এবং আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স।