সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১টি কোম্পানির মধ্যে ১৬০ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৩৬ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ান। প্রতিষ্ঠানটির দর আগের দিনের তুলনায় ৬ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ দশমিক ৫৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফারইস্ট ফাইন্যান্স।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এনার্জিপ্যাক পাওয়ার, ভিএফএস থ্রেড ডাইং, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তুংহাই নিটিং, আনলিমা ইয়ার্ন, এস্কয়ার নিট এবং প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এসএম