ক্যাটাগরি: অন্যান্য

মোদীকে সম্মান করি, কিন্তু ভারতকে ২১ মিলিয়ন ডলার কেন দেব: ট্রাম্প

ভারতের জন্য বরাদ্দ নির্বাচনী অনুদান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতে ভোটারদের বুথমুখী করতে ১৮২ কোটি রুপি (২ কোটি ১০ লাখ ডলার) অনুদান দেয় যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই অনুদান বাতিল করে দেওয়া হলো। ইলন মাস্কের সরকারি দক্ষতা বিষয়ক দপ্তর গত রবিবার সেই অনুদান বাতিলের কথা ঘোষণা করেছে।

এবার ট্রাম্প সেই ঘোষণাকে সমর্থন জানিয়ে বলেছেন, ‘কেন ভারতকে এত টাকা আমরা দিতে যাব? ওরা তো আমাদের থেকে অনেক টাকা কর নেয়।’ যেখানে ভারত চড়া শুল্ক আদায় করছে সেখানে তাদের অনদান দেওয়ার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন ট্রাম্প। সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত এবং মোদিকে সম্মান করলেও দেশটির জন্য এই বিপুল পরিমাণ অর্থ খরচ করতে চান না ট্রাম্প।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, অনুদান বাতিলের নথিতে স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, ‘আমরা ২ কোটি ১০ লাখ ডলার কেন ভারতকে দিচ্ছি? ওদের অনেক টাকা আছে। আমাদের থেকে অনেক কর নেয় ভারত। ভারতের করের পরিমাণ বেশি বলে আমরা সে ভাবে বাণিজ্য করতে পারি না। ভারত এবং তাদের প্রধানমন্ত্রীকে আমি শ্রদ্ধা করি। কিন্তু তাই বলে ভারতে ভোটের হার বৃদ্ধির জন্য ২.১০ কোটি ডলার?’

এদিকে এবিপি আনন্দের প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপির অমিত মালব্যর দাবি, এই অনুদানের কথা তার জানা ছিল না। ভারতের নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের সূচনা কংগ্রেসের হাত ধরে বলেও অভিযোগ করেন এবং বিজেপি এই টাকায় লাভবান হয়নি বলেও দাবি করেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, মালব্য কংগ্রেসকে আক্রমণ করলেও মোদি সরকারের আমলে চালু হওয়া ‘স্বচ্ছ ভারত অভিযানে’ আমেরিকার অনুদান রয়েছে। সাবেক নির্বাচন কমিশনার কুরেশি জানিয়েছেন, ২০১২ সালে তিনি দায়িত্বে থাকাকালীন এই ধরনের কোনো বিদেশি অনুদান ভারতে আসেনি।

এদিকে প্রধানমন্ত্রী মোদির অর্থনৈতিক উপদেষ্টা ও কাউন্সিলেরও সদস্য সঞ্জীব সান্যাল যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড)-কে ‘মানবসভ্যতার সবচেয়ে বড় দুর্নীতি’ বলে উল্লেখ করেছেন।

ভারতের ভোটের হার বৃদ্ধির জন্য এই বিপুল পরিমাণ মার্কিন অনুদানের কথা প্রকাশ্যে আসার পর তিনি এমন মন্তব্য করেন। তিনি আরো জানতে চান, ‘ভারতের ভোটের হার বৃদ্ধির জন্য এই টাকা কার হাতে গিয়েছে, তা জানতে আমি আগ্রহী।

শেয়ার করুন:-
শেয়ার