ক্যাটাগরি: আবহাওয়া

সারাদেশে বাড়বে তাপমাত্রা, বৃষ্টির আভাস

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশে বিচ্ছিন্নভাবে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকছে। এ মাসে তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই। দেশের বিভিন্ন বিভাগে যে বৃষ্টি হচ্ছে, সেটিও সামান্য পরিমাণে।

সংস্থাটি জানিয়েছে, আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) রংপুর ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুদ্ধ থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ জেবুন্নেছা জানিয়েছেন, বৃহস্পতিবার দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তিনি জাগো নিউজকে বলেন, গ্রামাঞ্চলে সকালের দিকে ঘন কুয়াশা থাকছে। তবে দিনের বেলায় গরম বাড়ছে। এই মাসে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। তবে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। মার্চ মাসে তাপপ্রবাহ হতে পারে।

এদিকে, সব জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি, শ্রীমঙ্গলে ১৬.৫, রংপুরে ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন:-
শেয়ার