ইবিতে রিসার্চ সোসাইটির নবীনবরণ ও কর্মশালা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘রিসার্চ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গবেষণা ও ইয়ুথ রিসার্চ লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম. এ. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২নং কক্ষে (গ্যালারি) ইবি রিসার্চ সোসাইটির উদ্যাগে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এসময় ইবি গবেষণা সংসদের সভাপতি সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল হোছাইন, ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের মডারেটর ও ইইই বিভাগের অধ্যাপক ড. মো. খালিদ হোসেন জুয়েল এবং চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান।

এছাড়াও আমন্ত্রিত অতিথি ও প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গবেষণা সংসদ সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সাদেক এবং আইআইডি এর রিসার্চ অ্যাসোসিয়েট মুহাম্মদ তানভীরুল ইসলাম সহ সংগঠনটির প্রায় দুই শতাধিক নবীন সদস্যবৃন্দ।

সংগঠনটির সভাপতি সানোয়ার হোসেন বলেন, গবেষণার আলোয় আলোকিত সমাজ বিনির্মাণে আমাদের যাত্রা অব্যাহত রয়েছে। নবীনদের উৎসাহিত করা, গবেষণার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের দক্ষতা বিকাশের জন্য আমরা নিয়মিত গবেষণা-কেন্দ্রিক কর্মশালা, সভা ও সেমিনারের আয়োজন করছি। আজকের এই আয়োজনও সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, গবেষণা বিষয়ক একটি সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয়ে থাকায় আমরা খুবই আনন্দিত। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের গবেষণা ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করতে যথাযথ ব্যবস্থা ও ফান্ডিং এর ব্যবস্থা করছি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, গবেষণা মানুষের চিন্তার দুয়ার করে উন্মুক্ত করে দেয়। তাই প্রত্যেক শিক্ষার্থীকে গবেষণার প্রতি উদ্বুদ্ধ করতে হবে।

অর্থসংবাদ/সাকিব/কাফি

শেয়ার করুন:-
শেয়ার