ক্যাটাগরি: পুঁজিবাজার

লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড কমিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ইউনিটহোল্ডারদের লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। আলোচিত বছরের জন্য ফান্ডটি ইউনিটহোল্ডারদের কোনো লভ্যাংশ দেনে না।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় আলোচিত বছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিদায়ী বছরে ফান্ডটির ইউনিট প্রতি ১ টাকা ০১ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে ইউনিট প্রতি ২৯ পয়সা আয় হয়েছিলো।

গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে বাজারমূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯ টাকা ০৪ পয়সা।

ফান্ডের লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৯ মার্চ।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার