কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইন্ডিপেন্ডেন্ট ২.০ ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে “টিম ম্যাচাং” এবং রানার্সআপ হয়েছে “সুপার এলিভেন”।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হল সংলগ্ন ইবি ক্রিকেট মাঠে ফাইনাল ম্যাচে সুপার এলিভেন ও টিম ম্যাচাং মুখোমুখি হয়।
এসময় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক শাহ আলম কচি, গ্রীন আর্কিটেক্টের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ সাকিব, চারু ও কারুকলা বিভাগের প্রভাষক রায়হান উদ্দিন ফকির প্রমুখ।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আজকে একদিকে ক্যাম্পাসে বসন্ত বরণ উৎসব অন্যদিকে খেলা,ক্যাম্পাস আজ প্রানবন্ত হয়ে উঠেছে। “ইন্ডিপেন্ডেন্ট ২.০” যে নতুন স্বাধীনতা এনেছে তারই স্মৃতিচারনায় টুর্নামেন্টটি আয়োজিত হয়েছে। আগামীর জীবন অগ্রগামী, সাফল্যময়, বৈষম্যহীন করতে পড়াশোনার পাশাপাশি এসমস্ত খেলাধুলা চালিয়ে যেতে হবে।
উল্লেখ্য টুর্নামেন্টে গত ২৬শে ফেব্রুয়ারী টুর্নামেন্ট উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। প্রথম ম্যাচে মুখোমুখি হয় লিগ্যাল স্ট্রাইকার্স এবং শহীদ আহাদ স্মৃতি ক্রিকেট দল।
অর্থসংবাদ/সাকিব/কাফি