বর্ণিল আয়োজনে মধ্যে দিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ দিনব্যাপী বসন্ত উৎসব উদযাপন করেছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বসন্তকে স্বাগত জানানোর উদ্দেশ্যে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনীর আয়োজন করে চারুকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় প্রদর্শনী পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান সহ চারুকলা বিভাগের শিক্ষকবৃন্দ।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুবাশ্বশির আমিন বলেন, এমন একটা আয়োজন উপভোগ করায় অনেক ভালো লাগে কাজ করছেন। তাদের আয়োজন অনেক সুন্দর ছিল। আমাদের মনে বসন্তের সজীবতা দিয়েছে। আজকে চারুকলা বিভাগের উদ্যোগে এটি হলো। সকল বিভাগের আয়োজনের মাধ্যমে এভাবে আমাদের সামাজিক সংস্কৃতিক সবদিক থেকে এগিয়ে যাক।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বসন্ত উৎসব বাংলা, বাঙালি সংস্কৃতির সাথে এবং আমাদের নৃতাত্ত্বিক পরিচয়ের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত। চারুকলা বিভাগের এই আয়োজন সত্যিই অবাক করার বিষয় এই কারণেই, যে তারা আসলেই বাংলা, বাঙালি জাতি, বাংলাদেশ, বাংলাদেশের সংস্কৃতির উন্নতি, এর পরিস্ফুটন এবং এর প্রকাশের জন্য কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমি যে ছবি গুলো দেখলাম, এ ছবিগুলোর মধ্যে বাংলাদেশের হারিয়ে যাওয়া লুপ্তপ্রায় সংস্কৃতি, গ্রাম্য সংস্কৃতি, আধুনিক সংস্কৃতি সবকিছুরই সংমিশ্রণ আছে। ছাত্রদের আজকের এ বসন্ত বরণ উৎসব এবং এর পাশাপাশি চিত্র প্রদর্শনী তাদের যোগ্যতাকে তুলে ধরে এবং তারা যে আমাদের সংস্কৃতি নিয়ে আগামী দিনে কাজ করতে পারবে এ প্রত্যাশাও আমাদের মাঝে জাগায়।
উল্লেখ্য, পরিশেষে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ এবং প্রক্টরকে তাদের নিজেদের তৈরী সরা পেইন্টিং উপহার দেয়।
অর্থসংবাদ/সাকিব/কাফি