সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন গত কার্যদিবসের থেকে টাকার অংকে লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। সেই সঙ্গে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে প্রায় দুইশ শেয়ারের দর কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১৬ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৬৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৯৮ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ১২ পয়েন্ট কমে ১১৫৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৫২ পয়েন্ট কমে ১৯২১ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪১৫ কোটি ৯৫ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪০১ কোটি ৭৭ লাখ ২৮ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৪০৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৮টি কোম্পানির, বিপরীতে ১৯৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
এসএম