বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীবিহীন সিটের নিচে লুকানো ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। শুক্রবার দুবাই থেকে আসা বিমানের বিজি-২৪৮ ফ্লাইট থেকে বারগুলো জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২৪৮ ফ্লাইটে অভিযান চালায় , সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কর্তৃপক্ষ। অভিযানে যাত্রীবিহীন সিটের নিচে বিশেষ কৌশলে লুকানো মোট ৯৩৩ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার জব্দ করা হয়। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে আটক করা হয়নি।
এতে আরও বলা হয়, রাষ্ট্রীয় স্বার্থে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্টেকহোল্ডার, যাত্রী ও জনসাধারণের সহায়তা কামনা করছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর গত ৩ মাসে ৯টি অভিযানে প্রায় ২১ কেজি ৩৪৬ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে।
কাফি