বিদায়ী সপ্তাহে (০৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নিউলাইন ক্লোথিংস।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে নিউলাইন ক্লোথিংসের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ২৮ দশমিক ৭২ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ১০ পয়সায়।
ডিএসইর দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে থাকা আলহাজ টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ২৩ দশমিক ৯০ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১১৮ টাকা ৪০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার দাম দাঁড়িয়েছে ১৪৬ টাকা ৭০ পয়সা।
দর বৃদ্ধির শীর্ষ তলিকায় ২৩ দশমিক ৬৮ শতাংশ দর বেড়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এপোলো ইস্পাত। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৩ টাকা ৮০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার দাম দাঁড়িয়েছে ৪ টাকা ৭০ পয়সায়।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- তসরিফা ইন্ডাস্ট্রিজের ২৩ দশমিক ২৪ শতাংশ, নূরানী ডাইংয়ের ২৩ দশমিক ০৮ শতাংশ, সোনালী পেপারের ১৬ দশমিক ৫৯ শতাংশ, রিংশাইনের ১৫ দশমিক ০০ শতাংশ, পাওয়ার গ্রিডের ১৪ দশমিক ৬৯ শতাংশ, সিলভা ফার্মার ১৩ দশমিক ১৩ শতাংশ এবং রেনউইক যজ্ঞেশ্বরের ১২ দশমিক ৮৪ শতাংশ দর বেড়েছে।
কাফি