প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ম্যাচ শেষে লাল কার্ড দেখার ঘটনায় আরও বড় শাস্তি পেয়েছেন লিভারপুল কোচ আর্না স্লট। তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
গুডিসন পার্কে স্বাগতিকদের সঙ্গে ২-২ গোলে ড্র করে লিভারপুল। ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠের মধ্যেই সংঘর্ষ শুরু হয় দুই দলের ফুটবলার ও কর্মকর্তাদের। রেফারির সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে যান লিভারপুল কোচ ও সহকারী কোচ। যার ফলে মোট চারজনকে লাল কার্ড দেখানো হয়। যার মধ্যে রয়েছেন লিভারপুলের দুই কোচও।
সেই ঘটনার জেরে এবার বড় শাস্তি পেলেন লিভারপুল কোচ আর্না স্লট। এই ডাচম্যানকে দুই ম্যাচের জন্য নিশ্চিদ্ধ করা হয়েছে। তার পাশাপাশি সিপকে হালশপকেও নিষিদ্ধ করা হয়েছে। দু’জনকেই লাল কার্ড দেখান রেফারি। ফুটবলারদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হওয়ায় লিভারপুলের কার্টিস জোন্স এবং এভার্টনের আবদুল্লায়ে ডুকুরেকে লাল কার্ড দেখানো হয়।
প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, লিভারপুলের প্রধান কোচ আর্না স্লটকে মার্সিসাইড ডার্বির শেষে আপত্তিকর, অপমানজনক বা অশালীন ভাষা ব্যবহারের জন্য বরখাস্ত করা হয়েছে। এর ফলে তিনি দুই ম্যাচ নিষিদ্ধ থাকবেন।